পুরাণবাজারে মানসিক রোগীকে চোর সন্দেহে মারধর
স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর শহরের পুরাণবাজারে মানসিক রোগী রাজন (২০) কে চোর সন্দেহে মারধর করে পুলিশে সোপর্দ করে। মানসিক রোগী নিশ্চিত হওয়ার পর পুলিশ তার বাবার কাছে হস্তান্তর করে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত ১১টায় পুরাণবাজার সেঁতুর সংলগ্ন এলাকায়।
জানা যায়, ফরিদগঞ্জ পাইকপাড়া গ্রামের মানসিক রোগী রাজনকে তার পরিবারের লোকজন মাজায় শিকল লাগিয়ে পাশের বাগানে আটকিয়ে রাখে। সোমবার সকালে রাজন শিকলের তালা ভেঙ্গে চাঁদপুর চলে আসে। সোমবার রাতে নুতুনবাজার-পুরাণবাজার সেঁতুর সংযোগ স্থলে ২য় তালার একটি বিল্ডিংয়ে ঢুকে পড়ে রাজন। সে বাসায় ভিতরে টয়লেটে বসে অবস্থান করে। এসময় বাসার লোকজন টয়লেটে গিয়ে তাকে দেখতে পেয়ে মারধর করে কমিউনিটি পুলিশের কাছে হস্তান্তর করে। পরে খবর পুরাণাবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম তাকে আটক করে মডেল থানায় নিয়ে আসে। রাজনের পরিবারের লোকজন ঘটনাটি জানতে পেরে মডেল থানায় এসে ইনচার্জ মামুনুর রশিদের কাছে সবকিছু খোলে বলেন। এসময় তারা জানায়, রাজন বেশ কয়েক মাস যাবৎ মানসিক রোগে আক্রান্ত হয়ে ঘরের আসবাবপত্র ভেঙ্গে ফেলে। তাই তার মাজায় শিকল বেঁধে বাড়ির পাশে বাগানে প্রায় ২৫দিন তাকে আটকে রাখা হয়। পরে সে তালা ভেঙ্গে পালিয়ে আসে। মানসিক রোগী জানতে পেরে রাজনকে তার বাবার জিম্মায় ছেড়ে দেন। পরে তার পরিবারের লোকজন রাজনের মাজায় শিকল বেঁধে বাড়িতে নিয়ে যায়।