স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের পুরাণবাজার ফাঁড়ি পুলিশ অভিযানে পিকআপ ভ্যানসহ প্রায় ১২’শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। ৬ এপ্রিল মঙ্গলবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাড়ির চালকেও আটক করেছে পুলিশ।
পুরাণবাজার ফাঁড়ি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৭টায় ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ কলেজ সংলগ্ন সড়কে অভিযান চালায়। এসময় একটি পিকাপ ভ্যানে ৮টি ব্যারেলে থাকা ১২ শ’ কেজি জাটকা পাচারকালে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকা পাচারকারিরা পালিয়ে যায়।
পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন জানান, আটক চালককে জাটকা পাচারের অপরাধে আদালতে প্রেরন করা হয়েছে। জব্দকৃত জাটকা ইলিশগুলো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/