শহর প্রতিনিধি-
১৮ দলীয় জোটের ৬০ ঘন্টার হরতালের ২য় দিন চাঁদপুর শহরের পুরাণবাজারে সংঘর্ষের ঘটনায় চাঁদপুর মডেল থানার ২ উপপরিদর্শক পৃথকভাবে দু’টি মামলা করেছেন। একই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়েছে। ৩টি মামলায় ১২শ’ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক আবু সাঈদ ও শামীম আহমেদ দু’টি মামলা করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জনতাবদ্ধ হয়ে অস্ত্র দিয়ে দাঙ্গা হাঙ্গামা করে জনগনের জানমালের ক্ষতি করায় এ মামলাটি করা হয়। মামলাটিতে অজ্ঞাত ৩শ’ থেকে ৪শ’ জনকে আসামী করা হয়েছে। পুলিশবাদী অপর মামলাটি করা হয়েছে বিস্ফোরক দ্রব্য আইনে। একই দিন হরতাল চলাকালে পুরাণবাজার লোহারপুল এলাকায় পুলিশ দায়িত্বপালন করাকালে হরতাল সমর্থনকারীরা পুলিশকে লক্ষ্য করে ২৫-৩০টি ককটেল নিক্ষেপ করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে অজ্ঞাত আরো ৩শ থেকে ৪শ’ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা করা হয়েছে। এছাড়া নিহত আরজুর পিতা মুকবুল ঢালী বাদি হয়ে পুত্র হত্যার দায়ে অজ্ঞাত আরো ৩শ’ থেকে ৪শ’ ব্যক্তিকে আসামী করে মামলা করে। ৩টি মামলায় ১২শ’ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।