চাঁদপুর শহরের পুরানবাজারে ২ ইয়াবা সম্রাটকে ইয়াবা ও সেবনের সরঞ্জাম সহ আটক করেছে পুরান বাজার ফাড়ি পুলিশ। সোমবার গভির রাতে পুরান বাজার ফাঁিড়র ইনচার্জ জাহাঙ্গির আলম ও এটিএসআই আলাউদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে বউ এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ও সেবনের ফুয়েল সহ তাদেরকে আটক করে। আটককৃতরা হলো মধ্য শ্রীরামদী বউবাজারের ফজল বেপারীর ছেলে সোহেল বেপারী (২৬) ও একই এলাকার ১৭ বছর যাবত কারাদন্ডপ্রাপ্ত আসামী মুনছুর সর্দারের ছেলে মোবারক সর্দার (২৭)
পুলিশ জানায় আটককৃত এ ২ মাদক ব্যাবসায়ী পুরাণ বাজারে মাদক বিক্রীর স্বর্গ রাজ্য গড়ে তুলেছে। এর পুর্বে বেশ কয়েকবার মাদক সহ আটক হয়েছে। পুরাণবাজারকে মাদক মুক্ত করার লক্ষে পুলিশ সুপারের নির্দেশে মাদক বিক্রেতাদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার দিন রাতে মাদক বিক্রেতা সোহেল ও মোবারককে ইয়াবা বিক্রীকালে পুলিশ তাদের হাতেনাতে আটকক করতে সক্শ হয়। মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
শিরোনাম:
বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।