শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর পুরানবাজার পুলিশ ফাড়ির মাদক বিরোধী বিশেষ অভিযানে চিহিৃত মাদক ব্যবসায়ি রুবেল ঢালী (২৪) কে ইয়াবা সহ হাতে নাতে আটক করা হয়েছে।
রবিবার আটক কৃতকে পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করে। জানা যায়, মাদক স¤্রাট রুবেল দীর্ঘদিন যাবত পুরানবাজারের মাছ বাজার ও বাকালি পট্রি এলাকায় ইয়াবা সহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলো। এর পূর্বে তাকে ৪ বার মাদক সহ আটক করে আদালতে প্রেরন করা হয়। রবিবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পুরানবাজারের বাকালি পট্রি এলাকায় অভিযান চালানোর সময় ইয়াবা বিক্রিকালে ৫ পিছ ইয়াবা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। এর আগেও তাকে বহুবার পুলিশ আটক করলেও সে প্রতিবার জেল থেকে বেড়িয়ে পুনরায় মাদক ব্যবসা পরিচালনা করছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।