শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপর শহরের পুরানবাজারে মাদক স¤্রাট টুটুল গাজী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুরানবাজার ফাড়ির পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টায় পুরানবাজার ফাড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পুরানবাজার দাসপাড়া রোডের বটতলায় তাকে ২০ পিছ ইয়াবা সহ তাকে বিক্রিকালে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক টুটুল গাজী দীর্ঘদিন যাবত পুরানবাজারে রমরমা ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। এর আগে কয়েকবার তাকে ইয়াবা সহ পুলিশ আটক করেছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে পুরানবাজার দাসপাড়া রোডের বটগাছ তলা এলাকা থেকে ইয়াবা বিক্রি কালে তাকে হাতে নাতে আটক করে। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে তার পকেট থেকে ২০ পিছ ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী টুটুল গাজির অত্যাচারে হিন্দু সম্প্রদায়ের লোকজন অতিষ্ঠ। গেলো কিছুদিন পূর্বে অসহায় এক মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে । পুলিশ তার এলাকায় বেশ কয়েকবার অভিযান চালানোর পর সে স্থান পরিবর্তন করে দাসপাড়ায় এলাকায় বাসা ভাড়া নেয় ইয়াবা ব্যবসা শুরু করে।
মঙ্গলবার আটকৃত মাদক ব্যবসায়ী টুটুল গাজীকে আদালতে প্রেরন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।