স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর পুরানবাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী বহু মাদক মামলার আসামী ইউনূছ মিজি (৩৫) কে ২০ পিছ ইয়াবা সহ আটক করেছে পুরানবাজার পুলিশ ফাড়ি। বিকেল ৪টায় পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বউ বাজার এলাকায় ইউনূছের বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে। প্রায় শতাধীকভার পুরানবাজার ফাড়ি পুলিশ মাদক ব্যাবসায়ি ইউনুছের বাড়িতে অভিযান চালানোর পর অবষেশে তাকে আটক করতে সক্ষম হয়েছে। জানা যায়, দীর্ঘদিন যাবত পুরানবাজারের বউ বাজার এলাকায় দাপটের সাথে ইউনূছ মিজি ইয়াবা, ফেন্সিডিল ও গাজার ব্যবসা পরিচালনা করে আসছিলো। ডিবি পুলিশ, মডেল থানা পুলিশ ও পুরানবাজার পুলিশ ফাড়ি বহুবার অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়নি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৪ বছর পর পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পুরানবাজার মেয়র সড়কের বউ বাজার এলাকায় ইউনূছ মিজির বসত ঘর থেকে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ২০ পিছ ইয়াবা উদ্ধার করে। পরে তার বসত ঘরে বিপুল মাদক মজুদ রয়েছে এ সংবাদে পুলিশ দ্বিতীয় দফা অভিযান চালিয়ে কোন মাদক উদ্ধার করতে পারেনি। কিছুদিন পূর্বে মডেল থানা পুলিশ তার বসতঘরে অভিযান চালিয়ে ২ কেজি গাজা উদ্ধার করলেও তাকে আটক করতে পারেনি। এ ব্যপারে পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ইউনূছ মিজি দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। তাকে আটক করতে বহুবার অভিযান চালালেও তাকে আটক করা সম্ভব হয়নি। গতকাল তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছি। আটক মাদক ব্যবসায়ী বিরুদ্ধে প্রায় ডজন খানেক মাদক মামলা রয়েছে। পুলিশ সুপারের নির্দেশে পুরানবাজারকে মাদক মুক্ত করতে অভিযান অব্যহত থাকবে।