শাহরিয়ার খান কৌশিক॥
চাঁদপুর পুরানবাজারে চোর সন্দেহে ২ যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় এলাকাবাসীর মাঝে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। হামলাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় এলাকাবাসী ও হামলাকারীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ রবিবার বিকেলে নাছির (৩০) ও মনিরুল (২২) কে গুরতর আহত অবস্থায় রাস্তা থেকে কুড়িয়ে এলাকাবাসী চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। ঘটনার বিবরনে জানা যায়, পুরানবাজারের ব্যবসায়ি রহমান হালদারের বোনের বাড়িতে কিছুদিন আগে চুরি হয়েছে। চুরির সাথে জরিত সন্ধেহে নাছির ও মনিরুলকে রবিবার সকাল ৮টায় ডাকাতিয়া নদীর পাড় থেকে রহমান হালদারের নির্দেশে তার ভাই সন্ত্রাসী কুট্টি ধরে নিয়ে আসে। সকাল থেকে বিকেল পর্যন্ত রহমান হালদারের বাড়িতে মুখে কাপড় বেধে জিআই পাইপ, রড দিয়ে রক্তাক্ত জখম করে। পরে ব্লেট দিয়ে শরীর কেটে লবন মরিচ লাগিয়ে দেয়। এছারা নাছির ও মনিরুলের চোখ উপরে নিতে রড দিয়ে চেষ্টা চালায়। পরে প্রায় ৫ ঘন্টা অমানবিক অত্যাচারের পর পুরানবাজার নতুন রাস্তা এলাকায় ফেলে চলে যায়। পরে আহতদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এসময় এলাকাবাসী নির্যাতনকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। ঘটনার খবর পেয়ে পুরানবাজাার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এসময় আহত নাছির ও মনিরুল সাংবাদিকদের জানায়, চুরির ঘটনায় সন্দেহ করে সকাল থেকে বিকেল পর্যন্ত রহমান হালদারের ভাই কুট্টি, মোশারফ ও দূর্নিতীর দায়ে চাকুরীচূত পুলিশ কর্মকর্তা শিবির আমাদের মুখ বেধে জিআই পাইপ ও রড দিয়ে অনেক মারধর করে। এসময় আমাদের শরীর ব্লেট দিয়ে কেটে লবন মরিচ লাগিয়ে দেয়। এছারা আমাদের চোখ উপরে ফেলার চেষ্টা করে। আমরা চুরি করিনি।