শাহায়ারির খান কৌশিক ॥
চাঁদপুর শহরের পুরানবাজারে আবারো নকল তিনটি কারকানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদলত। বৃহস্পতিবার বিকেল ৩টায় পুরানবাজার লোহারপুল মৈশাল বাড়িতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নকল দাতের মাজন, নকল লেজার ফোম, নকল আফটার লোশন কারখানা সন্ধান পায়। এসময় তিনটি নকল কারখানার মালিকের কাছ থেকে নব্বই হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, পুরানবাজার লোহারপুল মৈশাল বাড়িতে দীর্ঘদিন যাবত বিএসটিআই অনুমোদনবীহিন দাঁতের মাজন ও হাসমুরগীর ঔষুধ রনি তৈরি করে আসছে। একই বাড়িতে লক্ষন নকল আফটার লোশন তৈরি করত। এর পাশেই তুষার ওশান কেমিক্যাল নামে আগরবাতি, গোলাপজল, মোমবাতি ও আফটার লোশন তৈরি করত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভূমি কর্মকর্তা চৌধুরী আশরাফ আহমেদ চৌধুরী, জেলা মার্কেটিং অফিসার এল এম রেজাউল ইসলাম চট্টগ্রাম বিএসটিআই ইনেসপেক্টর মোঃ মামুনুর রহমান ডিবির এসআই ফিরোজ আহমেদ এস.আইআই আহসনুরজ্জামান লাবু মডেল থানার এসআই নিযাম ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় সম্প্রতি পুরানবাজার ডিগ্রী কলেজের সামনে খালেকের বাসার নিচের তলার ভাড়াটিয়া মুরাদ ও কেমিষ্ট সবুজের নকল পণ্যের কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে নকল পণ্য জব্দ করে কারখানা সিলগালা করেছে। সেগুলো যাচাই বাচাই এর জন্য চট্টগ্রাম বিএসটিআই ইনেসপেক্টর মোঃ মামুনুর রশিদ কে নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিবি পুলিশ সহ এসে দুটি সিলগালাকৃত গোডাউনের মালামাল দেখেন। পরে কিছু পন্য বৈধ থাকলে বাকী পন্য অবৈধ বলে জানান। এর মধ্যে নকল যৌন উত্তেজন সিরাপ জব্দ করে সেগুলোর বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। এসময় সেই নকল কারখানার পাটনার আলম জামিনে বের হয়ে আসার পর তাকে নিয়ে ভ্রাম্যমান আদালত মৈশাল বাড়িতে গিয়ে অভিযান চালায়। তিনটি নকল পণ্যের কারখানা সন্ধান পেয়ে বিপুল পরিমান নকল পণ্য সামগ্রী কেমিক্যাল জব্দ করে সেগুলো বিনষ্ট করে ভ্রাম্যমান আদালত। এসময় রকির বাড়িতে অভিযান চালিয়ে হাস মুরগীর নকল ঔষুধ ও দাতের মাজন তৈরি করার অপরাধে তাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। লক্ষন সেভিং লেজার ফোম তৈরির করার অপরাধে তাকে ত্রিশ হাজার টাকা ও তুষার সেভিং আফটার লোশন সহ আগরবাতি, মোমবাতি, গোলাপজল তৈরির করার অপরাধে তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।