শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর পুরানবাজারে খাওয়ার অযোগ্য পচাঁ নোংরা মরিচ বস্তা বন্ধী করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার দুপুরে পুরানবাজার ১নং ঘাট ডাকাতিয়া নদীর পাড়ে গিয়ে দেখা যায়, খাবার অযোগ্য পচাঁ মরিচ রোদে শুকিয়ে বস্তা ঢুকিয়ে সেগুলো ট্রলার যোগে বিভিন্ন এলাকায় বিক্রি করছে। এছাড়া এসকল মরিচ পুরানবাজারের বেশ কয়েকটি হলুদ-মরিচ ভাঙ্গানোর মিলগুলোতে নিয়ে সেগুলোর সাথে রং মিশিয়ে গুড়া মরিচ তৈরি করা হচ্ছে। সেই মরিচ চওড়া দামে পুরানবাজার সহ বিভিন্ন বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। খাবার অযোগ্য এসকল মরিচ ধেদারচে বাজাগুলোতে বিক্রি হচ্ছে। এতে করে বিক্রেতারা আর্থিক ক্ষতি সাধান হচ্ছে তেমনি সেই রং মিশানো মরিচ খেয়ে দেহের বিভিন্ন অংশ ক্ষতি সাধিত হচ্ছে। পুরানবাজারে পচাঁ মরিচের গুড়ো দোকানে বিক্রি হচ্ছে। পুরানবাজার ১নং ঘাট এলাকার অনিক এন্টারপ্রাইজের মালিক মানিক চরঞ্চাল থেকে পচাঁ মরিচ কম দামে কিনে এনে সেগুলো তার আড়তের পিছনে ডাকাতিয়া নদীর পাড়ে শুকিয়ে বস্তা বন্ধি করে বিক্রি করতে দেখা যায়। এই ঘটনায় আড়ৎদার মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন বালারবাজারের আলী এই মরিচ কিনেছে। আড়ৎদারী নিয়ে সেগুলো বস্তা ঢুকিয়ে নৌকায় পাঠিয়ে দেয়া হচ্ছে। এইভাবে পুরানবাজারের অধিকাংশ ব্যবসায়ীরা এই মরিচ বিক্রি করছে। এগুলো ভালো মরিচের সাথে মিশিয়ে মিলগুলোতে ভাঙ্গানো হচ্ছে। অন্যান্য ব্যবসায়ীর মতই পটকা মরিচগুলো কম দামে বিক্রি করছি। যারা কিনে নিচ্ছে তারা সেগুলো বেশি দামে ক্রেতাদের কাছে কিবা করার আছে।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।