স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর শহরের পুরানবাজার এলাকাধীন পুরান ফায়ার সার্ভিস মোড় এলাকায় নয়ন শেখের অবৈধ মদের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ভেজাল মদ ও বিয়ার পাওয়ায় ভ্রাম্যমান আদালত সে দোকনে সিলগালা করে দেয়।
রোববার গভীর রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদ মোঃ কামাল পুরানবাজার ফাঁড়ির পুলিশ নিয়ে অভিযান চালিয়। জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবত ছাত্রদল নেতা নয়ন শেখ পুরান ফায়ার সার্ভিস এলাকায় সিকদারের মদের কাউন্টারের পিছনে অবৈধ লাইসেন্স বিহীন ভেজাল মদ বিক্রি করে আসছে। বিভিন্ন জায়গা থেকে মদ এনে সে মদে পানি মিশিয়ে মদদীদের কাছে বেশি দামে বিক্রি করে। এ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদ মোঃ কামাল রাতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মদের দোকান মালিক নয়ন শেখ পালিয়ে যায়। নয়ন শেখের মদের দোকান থেকে ভেজাল মদ ও বিয়ার জব্দ করে সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদ মোঃ কামাল জানায়, পুরানবাজারে কোন অবস্থাতেই ভেজাল মিশ্রিত মদ বিক্রি করতে দেয়া হবে না। এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।