মিজানুর রহমান
পুরাণবাজার ডিগ্রি কলেজে আরো ৩টি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন পেয়েছে। বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি ও অর্থনীতি। এ নিয়ে ৬ বিষয়ে অনার্স কোর্স এ কলেজে অন্তর্ভুক্ত হলো।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে অনার্সের বাংলাসহ উল্লেখিত তিন বিষয়ের জন্য উচ্চ পর্যায়ের একটি পরিদর্শন টিম কলেজ পরিদর্শনে আসেন। ঐ পরিদর্শন টিম রিপর্োট জমা দেয়ার পর রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি ও অর্থনীতি এ তিন বিষয়ে পাঠ দানের অনুমতি পায় বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ধৃতি দিয়ে কলেজ অধ্যক্ষ দেলোয়ার আহমেদ চাঁদপুর কণ্ঠকে জানান। এর আগে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও সমাজকর্ম এ তিন বিষয়ে অনার্স চালু করার অনুমোদন পায় কলেজটি। এখন ৬ বিষয়ে অনার্স নিয়ে পুরানবাজার ডিগ্রি কলেজের শিক্ষা কার্যক্রম এগিয়ে যাবে। নতুন তিনটি বিষয়ে অনার্স অনুমোদন লাভ করায় শিক্ষক ও শিক্ষার্থীরা খুবই উৎফুল্ল। তাদের মাঝে আনন্দ বিরাজ করছে।
কলেজ অধ্যক্ষ দেলোয়ার আহমেদ ও উপাধ্যক্ষ রতন মজুমদার বলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত পুরানবাজার ডিগ্রি কলেজ ধাপে ধাপে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত হচ্ছে। এ জন্য কলেজ শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে নতুন আরো তিনটি বিষয়ে অনার্স কোর্স অনুমোদন লাভ করার পেছনে যাদের সব চাইতে বেশি অবদান তারা হলেন, চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এবং চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কলেজ প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আখন সেলিম। এ দু’জনের প্রতি কলেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজ অধ্যক্ষ জানান, পররাষ্ট্রমন্ত্রী এমপি নির্বাচিত হওয়ার পর পুরানবাজার কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত করার আশ্বাস দিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তা রক্ষা করছেন। দীপু মনি এ কলেজের ৬ বিষয়ে অনার্স চালু করা এবং ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ৪তলা নতুন একাডেমী ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। এসব অনার্স বিষয়ে অন্তর্ভুক্ত হওয়ায় ভবিষ্যতে পুরানবাজার ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয় প্লিমিনারী শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে। ফলে অবহেলিত চাঁদপুর দৰিণাঞ্চলের উচ্চ শিৰার পথ আরো সুগম হয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।