মিজানুর রহমান ==
অবৈধ সরকারের মন্ত্রীরা পদত্যাগ করার পরও সংবিধান লঙ্ঘন করে দায়িত্ব পালনের প্রতিবাদ জানাতে গতকাল সোমবার বিকেলে চাঁদপুর শহরে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন চাঁদপুর জেলা ১৮ দলীয় জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিলে যোগ দিতে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল তথা ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিকেলে জেলা বিএনপি কার্যালয় সম্মুখে জড়ো হয়। পরে এক বিরাট কালো পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয় সম্মুখে সমবেত হয়।
এ সময় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝির পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন ১৮ দলীয় জোট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জেলা জামায়াতের আমীর এএইচ আহমদ উল্লাহ মিয়া। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোঃ ইউনুছ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, পৌর জামায়াতের আমীর অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া ও জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিক। ১৮ দলীয় জোট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা বিএনপি নেতা অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, শহর জামায়াতের সেক্রেটারী আরিফ উল্যাসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বক্তব্যে বলেন, নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে পারে না। জনগণ তা হতে দেবে না। পদত্যাগপত্র জমা দেবার পরও ফের মন্ত্রী সভার বৈঠক করা সংবিধান লঙ্ঘন। সরকার ১৮ দলকে বাইরে রেখে জোটের মধ্যে মন্ত্রী বানিয়ে ক্ষমতাকে অবৈধভাবে পাকাপোক্ত করতে চায়। স্বৈরাচারকে সাথে নিয়ে শেখ হাসিনা বাকশাল কায়েম করতে চায়। তাই পুরানো প্রেমের কাহিনী এরশাদকে নিয়ে পুনরাবৃত্তি করা হয়েছে। রাজপথেই এক দফার আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই ঘরে ফিরবো। জোট নেতৃবৃন্দ আরো বলেন, শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসার জন্য দলের মন্ত্রীসভা করেছে। জাতি তাকে ক্ষমা করবে না। এ দেশের মানুষ যেভাবে জেগে উঠেছে মন্ত্রীদের শেষ রক্ষাও হবে না।