কচুয়া প্রতিনিধি ==
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের চাংপুর-শিমুলতলী এলাকায় পুলিশ ও অবরোধকারীদের সাথে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেনসহ অনত্দত ১০জন আহত হয়। আহতরা হলেন ঃ কচুয়া থানার এএসআই (এভি) আলো জু্যতি চাকমা, কনস্টেবল পলাশসহ অবরোধকারী অজ্ঞাত ৭জন। আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় প্রত্যৰদর্শী সূত্রে জানা গেছে, ১৮দলীয় জোটের অবরোধ চলাকালে গতকাল সোমবার বিকেলে বিএনপির কিছু নেতা-কর্মী কচুয়া-গৌরীপুর সড়কের চাংপুর-শিমুলতলী এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে ক’টি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাছের গুঁড়ি সরাতে চাইলে অবরোধকারীরা ইট পাটকেল ছোঁড়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছঁড়ে।
এদিকে কচুয়ার ঘাগড়া মোড়ে অবরোধের ৩য় দিনে গতকাল স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা সকাল থেকে শানত্দিপূর্ণ অবরোধ পালন করে। এছাড়া রোববার চাঁদপুরের আদালতে হাজিরা দিতে গিয়ে ঘাগড়া গ্রামের গ্রেফতারকৃত বিএনপি নেতা আব্দুল মালেক মিয়াজীর (মুক্তার) নিঃশর্ত মুক্তির দাবিতে বিৰোভ মিছিল করে।