চাঁদপুর নিউজ ডেস্ক :কেন্দ্রীয় বিএনপির কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোঃ নূরুল হুদা রামুতে সরকারি দলের ছত্রছায়ায় হামলা হয়েছে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেত্রী ও দেশের প্রধানমন্ত্রী জঙ্গিবাদের জুজু দেখিয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে ঝুকিপুর্ণ করে তুলছেন। দুইশ বছরের ইতিহাসে এখনকার বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো নজির নেই।
তিনি শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বর্তমান আওয়ামীলীগ সরকার গুম-খুন ও দূর্নীতি নিয়ে ব্যস্ত। দেশের মানুষ আজ তাদের দুর্শাসনে অতিষ্ঠ। বর্তমান সরকারের গুম-খুন ও দূর্নীতির কারনে জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আবার ক্ষমতায় যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে কারচুপি করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে। কিন্তু এ দেশের মানুষ তা হতে দিবে না। তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমেই নির্বাচন বাধ্য করবে এবং আগামী বিএনপিকে ক্ষমতায় বসাবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন করা বাদ দিয়ে প্রতিহিংসার রাজনীতিতে ব্যস্ত। বিএনপি দেশের উন্নয়ন চায়। এলাকার যে উন্নয়ন হয়েছে তা বিএনপির আমলেই হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে।
অনুষ্ঠানে মোঃ নূরুল হুদা বলেন, পুলিশ দিয়ে ১৪৪ ধারা জারি করুলই–নপির নেতা-কর্মীদের দমানো যাবে না। বিএনপি কোন নিষিদ্ধ কোন সংগঠন নয়। আমাদের দলীয় কর্মকান্ডে বাঁধা দিয়ে ভালো করছেন না। শান্ত মতলবকে অশান্ত করবেন না। প্রত্যেক দলের মতামত প্রকাশ করা, দলীয় কর্মকান্ড করা নাগরিক অধিকার।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে ভালবাসেন না, তিনি প্রতিবেশি একটি দেশকে ভালবাসেন। আর এ জন্য সীমান্তে বিএসএফ বাংলাদেশিদের হত্যা করলে কোনো প্রতিবাদ হয়না। এ সরকার ভারতের কাছে নাকে খত দিয়ে ক্ষমতায় এসেছে। জনগণের ভোটে এ সরকার নির্বাচিত নয়।
আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও অপশাসন থেকে বাঁচতে তিনি বিএনপির পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, হত্যা, গুম, দলীয়করণ, ব্যাংক ও শেয়ার বাজার লুটপাট ও দুঃশাসনের যাতা কলে মানুষ পিষ্ট হয়ে জীবন রক্ষায় আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন। মন্ত্রী-এমপিরা দুর্নীতিতে জড়িত থাকায় তাদের ধরা হয় না। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয় না। সদ্য মন্ত্রী হওয়া বাম নেতার ছেলের বির“দ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার।
আগেই দুর্নীতি করেছে। পদ্মাসেতু দুর্নীতিতে সরকারের সবাই জড়িত। পদ্মাসেতু হচ্ছে না, দেশের কোনো উন্নতি হচ্ছে না।
আ.লীগ দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করেনি। তারা করেছে শুধু দুর্নীতি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের এরা আন্তরিক হওয়ার আহবান জানিয়ে নুরুল হুদা বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই তখনই দেশে উন্নয়ন হয়েছে। আওয়ামলীগ বুঝতে পেরেছে আগামী নির্বাচনে ৭০ শতাংশ ভোট পাবে বিএনপি। তাই নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত আওয়ামীলীগ। বিএনপির নেতা-কর্মীদের ভোট পাহারা দিতে কাজ করতে হবে।
কলাকান্দা ইউনিয়ন যুবদলের সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা যুবদলের আহবায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন। কলাকান্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকির হোসেন ছৈয়ালের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিয়া মঞ্জুর আমিন স্বপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মফিজুল ইসলাম সরকার ও কলাকান্দা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাসেম। এ সময় উপস্থিত ছিলেন কলাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোল্লা, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা মুকবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমির হোসেন আমু, নাজমূল হুদা ডলার, কবীর হোসেন মজুমদার ও শাহ আলম ভূইয়া, পৌর যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রতন, ছলেমান ছৈয়াল, আঃ হালিম, শামসুদ্দিন, বাতেন ছৈয়াল, মঞ্জুর আহম্মেদ ও রায়হান হোসেন বাতেন মোল্লা, ছাত্রদল নেতা সোহেল, নোমান মেহেদী ও সাইদুর রহমান শিবলু।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।