স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পৃর্ব শাহ্তলী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় জহির হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী । তিনি বলেন,এ এলাকার প্রাচীনতম ঐতিহ্যবাহী এ মসজিদটি পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহন করেছে । এ ব্যাপারে এলাকাবাসীকে এগিয়ে আসা উচিত । এ মহতী উদ্যোগের জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি । বিশেষ করে এ মসজিদের উন্নয়নে এলাকার মরহুম আমিনুল হক চৌধুরীর অবদান ছিল উল্লেখযোগ্য । বর্তমানে তারই উত্তরসূরী সাইফুল কবির চৌধুরী ও মোস্তফা কামাল চৌধুরী এ মসজিদের হাল ধরেছেন । এ মসজিদের উন্নয়নে আমার তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে । আমি চাই এলাকার এ মসজিদের উন্নয়নে ধর্নাঢ্যব্যক্তি,গন্যমান্যব্যক্তি,জনপ্রতিনিধিরা এগিয়ে আসতে পারেন ।তাহলেই খুব দ্রুততম সময়ের মধ্যে মসজিদটি নির্মান সম্পন্ন করা যাবে । অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সদর সমাজসেবা অফিসার জাহাঙ্গীর চৌধুরী,শাহতলী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন,মসজিদ পুনঃনির্মান কমিটির সভাপতি সাইফুল কবির চৌধুরী,সাধারণ সম্পাদক সোহাগ গাজী ,৪নং ওয়ার্ড ইউপি মেম্বার মোঃসফিক কারী,বিশিষ্ট সমাজসেবক মিলন গাজী,ব্যবসায়ী শরীফ খান প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃজাহাঙ্গীর আলম খান,সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি,সহকারী শিক্ষক দিদার হোসেন মিজি,স্থানীয় আব্দুর রহিম গাজীসহ এলাকার গন্যমান্যবক্তিবর্গ । অনুষ্ঠানে হাফেজ মোঃ আবু হানিফ ও হাফেজ মোঃ আল-আমিনকে পাগড়ি পরিয়ে দেন শাহতলী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন । সবশেষে আনুষ্ঠানিকভাবে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী ,শাহতলী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, মসজিদ পুনঃনির্মান কমিটির সভাপতি সাইফুল কবির চৌধুরী ।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।