রফিকুল ইসলাম বাবু
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে প্রান্তিক দুঃস্থ রোগীদের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বহরিয়া নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রায় একে একে কার্যকর হচ্ছে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে দুর্নীতি কমে আসছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এই দেশ নিয়ে এবং দেশের মানুষ নিয়ে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে মানুষ তার দোরগোড়ায় চিকিৎসা সেবা পাচ্ছে। আর সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেয়ার জন্যই বিজয়ের মাসে বহরিয়াতে এ আয়োজন করা হয়েছে। এ জন্যে আমি এ ইউপির চেয়ারম্যানসহ চিকিৎসকদের ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমি যখন চাঁদপুরে রাজনীতি শুরু করি তখন আমি ও আমার ভাই বিনামূল্যে মানুষদের সেবা দিয়েছি। বর্তমান সরকার সেই জনগণের সেবার জন্যে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপির বড় বড় নেতারাও পৌর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। তাই লেভেল প্লেইন ফিল্ড নেই বলে তাদের যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই নয়। যে দল মিথ্যা দিয়ে চলছে সে দলের পক্ষে সত্যের কাছে থাকা আসলেই খুব কঠিন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাররা তাদের ভোটের ব্যাপারে ভোট কেন্দ্রে গিয়ে বিবেচনা করবেন তারা কেমন বাংলাদেশ চান। তারা কী সেই বোমাবাজির দিনে, জ্বালাও পোড়াও জঙ্গিবাদের দিনে, সেই হাওয়া ভবনের দুর্নীতির দিনে ফিরে যেতে চান? নাকি তারা বর্তমানে যে উন্নয়ন বইছে, যে অগ্রগতি চলছে তা বিবেচনা করে নৌকা মার্কায় ভোট দেবেন।
স্বাস্থ্য বিভাগ সদর উপজেলা, বিএমএ ও স্বাচিপ চাঁদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রায় ৫ হাজার রোগীকে ৪০জন ডাক্তার চিকিৎসা সেবা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা বিএমএর সভাপতি ডাঃ হারুন অর রশিদ সাগর, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী মাসুম, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র হুমায়ন কবির, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আঃ মোতালেবসহ নেতৃবৃন্দ।