মোঃ মেহেদী হাসান
চাঁদপুর শহরসহ জেলার বিভিন্ন অলিতে গলিতে শুরু হয়েছে প্রতারণার নতুন ফাঁদ। এ ফাঁদে কৌশলের মানুষের কাছে নিজের অসহায়ত্বর পরিচয় দিয়ে একশ্রেণীর প্রতারক চক্র শুরু করেছে তাদের অবৈধ ব্যবসা। মানুষকে বোকা বানিয়ে বিভিন্নভাবে হাতিয়ে নেয় টাকা পয়সা। এর আগে শহরে বিভিন্ন প্রতারণার কথা শোনা গেছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমার, ছিনতাইকারী, বাড়ি বাড়ি ঢুকে পানি খাওয়া কিংবা নামাজের উছিলা দিয়ে চুরিসহ নানাভাবে প্রতারণার ফাঁদ ফেলে মানুষকে সর্বশান্ত করা হতো। এখন শুরু হয়েছে নতুন প্রতারণা। কৌশলে মানুষের মন গলিয়ে অসাধুভাবে নিজের অসহায়ত্ব প্রকাশ করে অর্থ হাতিয়ে নেয়। কিছু লোকও দয়াপরবশত তাদের এ প্রতারণার কথা বিশ্বাস করে অর্থ দিয়ে সাহায্য করে।
গতকাল ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে এক মহিলা স্টেডিয়াম সংলগ্ন এক চায়ের দোকানের সামনে এসে বলে, ‘ভাই আমি মতলব যামু। আমার কাছে কোন টাকা নাই। আমারে একটা সিএনজিতে উঠাইয়া দেন।’ উপস্থিত কেউ এ বিষয়ে কোন কর্ণপাত না করলে সে মহিলা বার বার বলতে থাকে। পরবর্তীতে এক বয়স্ক লোক এসে তার কথা শুনে তার ভাড়া কত জিজ্ঞেস করে ওই মহিলাকে আশি টাকা দিয়ে দেয়। তাৎক্ষণিক ওই মহিলা সিএনজির খোঁজ করে না পেয়ে বাসস্ট্যান্ড চলে যায়। কিছুক্ষণ পর দেখা গেলো ওই মহিলা বাসস্ট্যান্ডে এসেও একই কায়দায় অন্য ব্যক্তিদের কাছ থেকে টাকা চাইছেন। বাস ড্রাইভারের কাছে বাবুরহাট যাবে ভাড়া নাই অসহায় মানুষ বলে উঠে পড়ে।
সেই মহিলার সাথে কথা বলে জানা যায়, তার নাম রেশমা তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামে। সে এবং মনির হোসেন নামের একব্যক্তিসহ আক্কাছ আলী সংলগ্ন এক আত্মীয়ের কাছে আসে তাকে না পেয়ে ফিরে যাচ্ছে। সারাদিন কিছু খায়নি। এক লোকের কাছ থেকে ৩টি আপেল চেয়ে নিয়ে একটি খাচ্ছে। বাকী দুটো বাড়িতে নেবে। তার কাছে ভাড়া নাই কিভাবে বাড়ি যাবে এ প্রতিবেদকের কাছেও মিনতি করছে ভাড়া দেয়ার জন্য। আপনি তো একটু আগেই এক লোকের কাছ থেকে ৮০ টাকা নিয়েছেন কেন? এ প্রশ্ন করা হলে তার মুখ থেকে কোনো কথা বেরোয় নি। পরে বলে, আমি ওই টাকা দিয়া চাউল কিনা নিমু।’ বুঝাই গেল এসবই তার মুখস্ত বুলি। এ ঘটনা বাসের সব যাত্রীই লক্ষ্য করলো। পরে প্রতিবেদককে অনুরোধ করে যাতে কাউকে না বলে।
প্রতিদিন এভাবেই শ’ শ’ মানুষকে বোকা বানিয়ে দিনে দুপুরে প্রতারণা করে নির্বিঘেœ অর্থ হাতিয়ে নিচ্ছে এ শ্রেণীর প্রতারক চক্র। ওই মহিলার বেশভুষা দেখে মনেই হয়নি সে কোথাও যাবেন কিংবা কোথাও থেকে এসেছেন। ইদানিং মোবাইল ফোনে কল দিয়ে জ্বীনের বাদশা কিংবা হুমকি ধমকি দিয়েও সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে নিত্য নতুন কৌশল আবিস্কার করছে। এ সব প্রতারকদের কাছ থেকে মানুষ দূরে থাকতে চায়। তাই প্রতারকের প্রতারণা বন্ধ করতে প্রশাসনের পদক্ষেপ জরুরী বলে
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।