প্রতিনিধি
সড়কে যাত্রী নিয়ে প্রতিযোগিতা করে চালাতে গিয়ে দু� সিএনজি স্কুটারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এতে করে ঐ দু�টি স্কুটারের চালক ও যাত্রীসহ মোট ১৩ জন গুরুতর আহত হয়েছে। এছাড়া স্কুটার দু�টি ব্যাপক ক্ষতিসাধন হয়। পরে হাজীগঞ্জ থানা পুলিশ স্কুটারগুলো আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকার কৈয়ারপুল এলাকার আমির বাড়ির পাশের ব্রিজের উপরে। মারাত্মক আহতদের মধ্যে শাহরাস্তি এলাকার আলিপুরের কামরুজ্জামান (৫০), মহামায়া এলাকার লোধেরগাঁও এলাকার কালা মিয়া (স্কুটার চালক), হাজীগঞ্জের শ্রীপুর এলাকার শাহিদা (২৮), টোরাগড় এলাকার আলাউদ্দিন ও কুমিল্লা জেলার লাকসামের শহিদুল্লা (২৮)কে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।
এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী মিজি বাড়ির তাজুল ইসলাম (৫৫) চাঁদপুর কণ্ঠকে জানান, হাজীগঞ্জ থেকে ৩টি সিএনজি স্কুটার একটি আরেকটির সাথে প্রতিযোগিতা দিয়ে আসতে দেখা যায়। কিন্তু সামনের (চাঁদপুর হ ১১-৪০১৬ নাম্বারের) স্কুটারটি হঠাৎ করে ব্রিজের উপর এসে যাত্রী নামানোর জন্য থেমে পড়ে। এরই মধ্যে পেছনে থাকা স্কুটারটি (চাঁদপুর ট- ১১- ৩৯৪৮) প্রথম স্কুটারটিকে প্রচণ্ড বেগে পেছন দিক থেকে ধাক্কা মারে। এতে করে দুটি স্কুটারই দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। আর সবার পেছনে থাকা ৩য় স্কুটারটি পাশ কাটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠায়। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে রাতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহআলম জানান, সিএনজি স্কুটার দুটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।