মতলব উত্তর সংবাদদাতা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অতিদরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অসহায় ও অতিদরিদ্র ১ হাজার ব্যক্তির মধ্যে নগদ অর্থ বিতরণ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় লকডাউনে কর্মহীন মানুষকে ঈদ উপহার মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে অনন্য উচ্চতায় আসীন হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা একজন মানুষও যেন নিরন্ন না থাকেন। তাই উপজেলায় মহামারি কালে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পরা মানুষের মধ্যে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। দেশব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সহায়ক ভূমিকা রাখছেন।
পরে অতিথিরা অসহায় ও অতিদরিদ্রদের মধ্যে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন। এ সময় ইউএনও গাজী শরিফুল হাসান, পিআইও আওরঙ্গজেব, ইউপি চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেন’সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।