প্রতিনিধি
ফরিদগঞ্জের চান্দ্রা ইউনিয়নের দেইচর গ্রামে তপাদার বাড়ির প্রবাসীর স্ত্রী গৃহবধূ কামরুন্নাহারকে (২২) একই বাড়ির বখাটে মামুনের (২৬) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর দলবল নিয়ে হামলা চালিয়েছে মামুন ও তার লোকজন। বখাটেদের হামলায় মারাত্মক আহত গৃহবধূ বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত বুধবার বিকেল ৫টায় প্রবাসীর ঘরে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে গৃহবধু কামরুন্নাহার জানায়, ফরিদগঞ্জের চান্দ্রা ইউনিয়নের দেইচর গ্রামের তপাদার বাড়ির নুর মোহাম্মদ তফাদারের ছেলে বখাটে মামুন সম্পর্কে তার ভাতিজা হয়। গত প্রায় ২ বছর যাবৎ সে তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলো। ঘটনার দিন পূর্ব থেকে ওঁৎ পেতে ফরিদগঞ্জের চান্দ্রা ইউনিয়নের দেইচর গ্রামের তপাদার বাড়ির নুর মোহাম্মদ তফাদারের ছেলে বখাটে মামুন ঘরের ভিতরে প্রবেশ করে, কু প্রস্তাব দিলে রাজি না হওয়ায় গায়ে জড়িয়ে ধরে ধস্তা-ধস্তি করতে থাকে। এসময় সে চিৎকার দিতে থাকলে সে মুখ চাপ দিয়ে ধরে অনৈতিক কাজ করার চেষ্টা করে। ডাক চিৎকারের আওয়াজ পেয়ে লোকজন ছুটে আসলে মামুন ঘর থেকে বের হয়ে দৌঁড়ে পালায়।
এ ঘটনা স্থানীয় মেম্বারকে জানাতে গেলে চান্দ্রা বাজারের কাছে নির্জন স্থানে মামুন ও তার ছোট ভাই শামিম দল বল নিয়ে লাঠিসোটা দিয়ে আঘাত এবং লাঞ্ছিত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানায় লম্পট মামুন বাড়িতে থেকে এভাবে এলাকার প্রবাসীদের স্ত্রী ও যুবতীদের মোবাইলে পটিয়ে তাদেরকে সর্বনাশ করে মোবাইলে ভিডিও করে ব্ল্যাক মেইল করে। এসব ঘটনায় তার বিরুদ্ধে এলাকায় বিচার হয়েছে। কিন্তু এর নেপথ্যে তার আপন কাকি মহিলা মেম্বার দিলরুবা ও কাকা মেম্বার আলির হস্তক্ষেপে বারবার ছাড় পেয়ে যায়। বর্তমানে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায়।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।