প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তাদের অধিকাংশই রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তিনি বলেন, সংবিধান জনগনের মঙ্গলের জন্য রাষ্ট্রের উন্নতি, অগ্রগতির জন্য, কিন্তু যে সংবিধান রাষ্ট্রের উন্নতি অগ্রগতির প্রতিবন্ধক হয়, সেই সংবিধান জনগনের সংবিধান হতে পারে না। আজ আমাদের দেশে গনতন্ত্রের দোহাই দিয়ে ক্ষমতাসীন দলগুলো নিজেদের স্বার্থ রক্ষামূলক সংবিধান তৈরি করে দেশে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলা সৃষ্টিতে সফল হয়েছে। কিন্তু জনগনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তিনি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কথা উল্লেখ করে বলেন, দেশ আজ দুর্নীতি, লুটপাট ও কায়েমী স্বার্থবাদের হাতে জিম্মি। সন্ত্রাস দুর্নীতিবাজ ও কায়েমী স্বার্থবাদীদের এখনই মূলৎপাটন করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার।
পীর সাহেব চরমোনাই ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, অবিলম্বে প্রশ্নবিদ্ধ, প্রহসন ও তামাশার নির্বাচন বাতিল করে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য মূলক নির্বাচন দিয়ে দেশকে কলঙ্কমুক্ত করুন। তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ও বিভিন্ন মতবাদের কথা উল্লেখ করে বলেন, এসব মতবাদ দ্বারা আদৌ শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি, মুক্তি, নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র প্রতীক ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা হলেই মানবতা মুক্তিপাবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকমত প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে বদ্ধ পরিকর। তিনি সমাজের সর্বস্তরে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে ইসলামী আন্দোলনের পতাকাতলে সমবেত হয়ে সকল অন্যায়-অসত্য, দুর্নীতি, লুটপাট ও কায়েমী স্বার্থবাদের বিরুদ্ধে সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
গতকাল ২৮ জানুয়ারি চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন। জেলা সভাপতি মাওলানা নূরুল আমিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাওলানা মকবুল হোসাইন, মাওলানা নেছারউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, জেলা সেক্রেটারী শেখ মোঃ জয়নাল আবেদীন, জেলা জয়েন্ট সেক্রেটারী ইয়াসিন রাশেদসানী, জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার আল-নোমান, গাজী মুহাম্মাদ হানিফ, মাওলানা বেলাল হোসাইন, আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রনেতা মাহবুব ইমরান মাসুম, শাহজামাল গাজী সোহাগ, মোঃ সাইদুল ইসলাম, মুফতি মানসুর আহমদ প্রমুখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।