প্রতিনিধি ঃ চাঁদপুরে ট্রাক্টর চালানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও পুলিশ প্রশাসনের নজর ফাঁকি দিয়ে তবুও চলছে অবৈধ ট্রাক্টর। সংশ্লিষ্ট ব্যক্তিরা মানছে না নিষেধাজ্ঞা। তার উপরে তাদের দাম্ভিকতা যেন থানা পুলিশ কিনে নেয়ার সামিল। গতকাল শনিবার সকালে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের খোদ্দ মাঠে মোট ৭টি ট্রাক্টর মাটি নিয়ে পার্শ্ববর্তী বাচ্চুর ব্রিক ফিল্ডে যাচ্ছিল। এমন সময় এলাকাবাসী বাধা দিলে ট্রাক্টরের মালিক ও মাটির ঠিকাদার তাদের ধমকিয়ে চুপষে দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই মাঠের মাটি ক্রয় করেন খোদ্দ গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মহিন। তিনি ট্রাক্টর দ্বারা মাটি বহন করে বাচ্চু ব্রিক ফিল্ডে দিচ্ছেন। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন- ট্রাক্টর বন্ধ করলে আমাদের মাটির ব্যবসার কী হবে ? এ ব্যাপারে আইন মানার সময় নেই। অতীতে যে ভাবে চলেছে বর্তমানেও সেই ভাবেই চলবে। রাস্তা-ঘাট আমাদের টাকায় মেরামত করা হয়। এ ব্যাপারে কাউকে কৈফিয়ত দেয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। ঘটনাস্থলে ৩জন মালিকের ট্রাক্টর চলছিলো। তারা হলেন, হাজীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান- দুলাল, বলিয়ার রফিকুল ইসলাম ও স্থানীয় মামুন। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়। সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে একটি ব্রিক ফিল্ড থাকায় প্রতিদিন ১৫/২০টি ট্রাক্টর চলছে। এতে করে ওই রাস্তার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এলাকাবাসী বলেন- রাস্তা আমাদের। তা রক্ষার জন্য যখন বাঁধা দেই- তখনই ওমুক-তমুক নেতার আবির্ভাব ঘটে। এছাড়া থানা পুলিশকে জানালে থানা পুলিশ আসে না। যে কারণে অবৈধ ট্রাক্টরের যন্ত্রনা প্রতিদিনই আমাদের পোহাতে হয়। আমরা আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই ট্রাক্টর বন্ধে থানা পুলিশকে সহযোগীতা করার চেষ্টা করি। তাই থানা পুলিশ খোদ্দ গ্রামে ট্রাক্টর চলাচলে নজরদারিতা করার জন্য অনুরোধ জানান তারা।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।