চাঁদপুর নিউজ রিপোর্ট
আগামী ২৩ নভেম্বর রোববার থেকে সারাদেশে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। ৩০ নভেম্বর রোববার এ পরীক্ষা শেষ হবে। চাঁদপুর জেলায় এবার মোট পরীক্ষার্থী ৬০ হাজার ৮শ� ৬৬ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ৫৩ হাজার ৫শ� ৩০ এবং ইবতেদায়ী সমাপনীতে ৭ হাজার ৩শ� ৩৬ জন। মোট দেড়শ� কেন্দ্রে এসব পরীক্ষার্থী পরীক্ষা দেবে।
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতি হয়। জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনের সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নুরী, কচুয়া উপজেলা পরিষদের চেয়ার্যান মোঃ শাহজাহান শিশির, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা মোঃ খোরশেদ আলম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, আট উপজেলা শিক্ষা অফিসার, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, ওসমানিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তাজুল ইসলাম ও বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জসিম উদ্দিন। সভায় সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।