মিজানুর রহমান রানা
চাঁদপুর বড় স্টেশন মোলহেডে গত শুক্রবার সন্ধ্যায় চিত্রায়িত হলো বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি। বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির কয়েকটি পর্বে চাঁদপুরের স্থানীয় শিল্পী, নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করে।
ফাগুন অডিও ভিশনের ব্যবস্থাপনা পরিচালক হানিফ সংকেতের উপস্থাপনায় চাঁদপুরের প্রায় ৬ হাজার দর্শকের উপস্থিতিতে বাংলাদেশ টেলিভিশনের জন্যে নির্মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে চিত্রায়িত করা হয়। এ সময় চাঁদপুরের কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরেন হানিফ সংকেত। তিনি বলেন, চাঁদপুরের ইলিশের যেমন সুনাম রয়েছে, তেমনি চাঁদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। তাই চাঁদপুরকে নিয়ে ইত্যাদির এই পর্বে থাকছে বিটিভির জন্যে নির্মিত ইত্যাদির বিশেষ পরিবেশনা।
চাঁদপুরের গীতিকার কবির বকুলের লেখা গান পরিবেশন করেন চাঁদপুরেরই সন্তান কণ্ঠশিল্পী এসডি রুবেল, দিনাত জাহান মুন্নী ও রূপালী চম্পক। পদ্মা পাড়ের বেদে সম্প্রদায় নিয়ে রচিত একটি গানের সাথে নৃত্য পরিবেশন করেন চাঁদপুরের নৃত্যশিল্পীরা। কুইজ পর্বে কয়েক হাজার দর্শকের মধ্যে নির্বাচিত হন চাঁদপুরের কৃতী সন্তান হারুন আল রশীদ, ডা. হারুনুর রশিদ সাগর, সাজিয়া জেরিন ও শিমু। এ পর্বে চাঁদপুরের গীতিকার কবির বকুলের চাঁদপুরকে নিয়ে লেখা গান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হারুন আল রশীদ। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হানিফ সংকেত।
এ সময় দর্শকসারিতে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা সহ চাঁদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও চাঁদপুরের স্থানীয়, জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।