প্রতিনিধি=
বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার জেন্ডার কমিটির (টএওওচ-২) উদ্যোগে গতকাল ৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। তাছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) নারী অধিকারের প্রতি যথেষ্ঠ গুরুত্ব দিয়েছেন। কিন্তু আজকাল কতিপয় কিছু রাজনীতিবিদরা ধর্মকে পুঁজি করে নারীর অধিকার প্রশ্নে নারীকে তেঁতুলের সাথে তুলনা করে তাদেরকে সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। কাজেই এখন সময় এসেছে এসব অন্যায়ের প্রতিবাদ করার। বেগম রোকেয়া এমনি কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে গিয়ে দেখেছেন, নারী শিক্ষা ছাড়া বিকল্প নেই। তাই তিনি নারীদের শিক্ষার উপর গুরুত্বারোপ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং নারীদের ঘর থেকে বেরিয়ে এসে এ পৃথিবীর আলো বাতাসে নিজেকে প্রতিষ্ঠিত করার দাবি উত্থাপন করেছেন। তাই আমরা প্রতিবছর এ বেগম রোকেয়া দিবসটি উদযাপন করে থাকি।
এ সময় উপস্থিত ছিলেন জেণ্ডার কমিটির চেয়ারপার্সন আয়শা রহমান, কাউন্সিলর মাহফুজ বেপারী, রেবেকা সুলতানা বকুল, ফরিদা ইলিয়াছ, খালেদা খানম, পৌর সচিব আবুল কালাম ভূঁইয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিগণ। সভা শেষে লেনসন ম্যান্ডেলার মৃত্যুতে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভার পূর্বে চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি র্যালী পৌরসভা সম্মুখ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।