প্রেমের টানে ঘর ছেড়েও শেষ রক্ষা হলোনা ঢাকা থেকে পালিয়ে আসা প্রেমিক যুগল তরুণ তরুণীর। তাদের কারণেই তারা ধরা পরলো চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে গত ১৯ ডিসেম্বর রাতে। ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকার ভাড়াটিয়া মোবিদুল ইসলামের মেয়ে ফারাজানা আক্তার বৃষ্টি (১৬)-এর সাথে একই এলাকার বসবাসকারী পিরোজপুরের একপাই জুসখানা গ্রামের মোঃ জাহাঙ্গীর খানের ছেলে আরিফুল ইসলাম রাজু (২৫)-এর সাথে প্রায় সাড়ে ৩ বছর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা ২জন স্বপ্ন দেখে সুখের নীড় গড়ার। আর সুখের নীড়ের সন্ধ্যানে প্রেমিক যুগল বৃষ্টি আর রাজু ঢাকার কুড়িল থেকে পালিয়ে পিরোজপুর যাবার জন্য লঞ্চে উঠে। বৃষ্টির পিতা মোবিদুল ইসলাম বাড্ডা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে। সন্ধ্যায় রাজু তার বন্ধু বান্ধবদের কাছে বৃষ্টিকে নিয়ে পালিয়ে যাবার বিষয়টি মোবাইলে বলে দেয়। বৃষ্টি মোবাইলে তার পরিবারকে একথা বলে দেয়। পরে বাড্ডা থানায় বৃষ্টিকে নিয়ে রাজু পালানোর কথা জানানো হলে বাড্ডা থানা পুলিশ বেতার বার্তায় চাঁদপুর মডেল থানাকে অবগত করে। রাত ১২টায় চাঁদপুর মডেল থানার সেকেণ্ড অফিসার উপ-পরিদর্শক মাহবুব মোল্লা ঢাকা পিরোজপুর নৌ পথে চলাচলকারী এমভি শুভরাজ-২ লঞ্চে তল্লাশী চালায়। এসময় লঞ্চের কেবিন থেকে প্রেমের টানে ঘর ছাড়া রাজু ও বৃষ্টিকে পুলিশ আটক করে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।