স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ হাইস্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী আখিঁ আক্তারকে বিয়ের জন্য চাপসৃষ্টি ও নির্যাতনের ঘটনায় আটক অভিযুক্ত বখাটে যুবক মনির হোসেন শেখ (২৮) পিতা: মোঃ রুহুল আমিন শেখ গ্রাম:কুমুরা ৯নং বালিয়া ইউনিয়ন চাঁদপুর সদরকে ১বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
রবিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল হক মোবাইল কোট আইন ২০০৯ এর তফসিলভুক্ত দন্ড বিধি ১৮৬০ (৫০৯) ধারা মতে আটক মনির হোসেন শেখকে এ সাজা প্রদান করেন । এ সময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর ডিবি’র এসআই মোহতার হোসেন । এ ব্যাপারে চাঁদপুর ডিবির ওসি মোস্তফা কামাল জানান,পুলিশ সুপারের নির্দেশে আটক অভিযুক্ত মনির হোসেন শেখকে ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়েছে । সেখানে তাকে ১ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । আমাদের এ ধরনের অভিযান চলবে ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল হক জানান, মোবাইল কোর্টের আইনে আটক আসামী মনির শেখকে সাক্ষি-প্রমানের ভিত্তিতে সাজা দিয়েছি । মোবাইল আদালতে ভিকটিম স্কুল ছাত্রী আখিঁ আক্তার ও তার মা আছমা আক্তারসহ পরিবারের সদস্য ছিলেন ।
এ ব্যাপারে চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই জানান, স্কুল ছাত্রীকে উত্যক্ত কিংবা ইভটিজিং ও হয়রানি করা হলে অভিযুক্ত ব্যক্তিকে মোবাইল কোর্টে তাৎক্ষনিক সাজার ব্যবস্থা রয়েছে । ্এতে করে এ ধরনের অপরাধ প্রবনতা কমে আসবে ।
উল্লেখ্য গত শুক্রবার অভিযোগের ভিক্তিতে চাঁদপুর গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে সদর উপজেলার ফরক্কাবাদ হাইস্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী অবরুদ্ধ ও নির্যাতনের স্বীকার আখিঁ আক্তার ও তার মা আছমা আক্তারকে গ্রামের বাড়ী থেকে উদ্ধার করে এবং পরবর্তীতে অভিযুক্ত বখাটে মনির হোসেন কেষকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
