ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জের ঘোড়াশালা গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ওই গ্রামের পাটওয়ারীর বাড়ির প্রবাসীর সুফিয়ানের ঘরে ৩৫/৪০ জনের একদল লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘরের আসবাব পত্র , কম্পিউটারসহ বিভিন্ন জিনস পত্র বাংচুর করে। এসময় প্রবাসী সুফিয়ানের মা সেতারা বেগম ও তার নাতি ইব্রাহীম তাদের বাধা দিলে তাদের বেদম মারধর করে হামলা কারীরা। জানা গেছে, একটি জমি সংক্রান্ত ঘটনায় মিথ্যা স্বাক্ষী দিতে রাজী না হওয়ায় এই হামলার ঘটনা ঘটে। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিরোনাম:
সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৫ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।