মিজান লিটন-
কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে ১৮ দলীয় জোট তথা বিএনপি ডাকে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে আসার পথে ত্রিমুখী সংঘর্ষে আহতরা চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তৃপক্ষকে না জানিয়ে পালিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদগঞ্জে ১৮ দলীয় জোটের সমাবেশে যোগ দেওয়ার সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত যুবদল নেতারা সদর হাসপাতালে এসে চিকিৎসা নেয়। এ সময় ফরিদগঞ্জের মতুরা গ্রামের তাফাজ্জলের ছেলে আরিফ, উত্তর সাহেবগঞ্জ গৃদকালিন্দিয়ার ইসমাইলের ছেলে নাসির (৩০), কৃষ্ণপুর ইসলামপুরের মঞ্জুর আহমেদের ছেলে শাহাদাত (৩৫) ও বদরপুর গ্রামের বাবুল ভূইয়া (৩০) হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় কাউকে বুঝতে না দিয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ও নার্সরা তাদেরকে ব্যাপক খোজাখুজি করেও পায় নি। নার্সরা জানায়, ভর্তি হবার পর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের আত্মীয়-স্বজনরা কর্তৃপক্ষকে না জানিয়ে গোপনে তাদেরকে নিয়ে যায়। এদের মধ্যে বদরপুর গ্রামের বাবুল ভূইয়ার অবস্থা আশঙ্কাজনক। তার গলায় গুলিবিদ্ধ হয়েছিল।
শিরোনাম:
মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।