চলতি বর্ষা মৌসমে উপজেলার কাঁচা সড়কের মধ্যে মানুষের মধ্যে আতংকিত সড়ক পশ্চিম রূপসা থেকে গ্রামীণ বাজার সড়কটি। এটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। ফরিদগঞ্জ রূপসা সড়কের সংযোগ সড়ক এটি। কড়ৈতলী, গ্রামীণ বাজার ও রামদাসেরবাগ হয়ে রূপসা সড়কে এই সড়কের সংযোগস্থল। এই সড়কে শাহপুর আলিয়া মাদ্রসা, রামদাসেরবাগ আলিয়া মাদ্রাসা, গ্রামীণ বাজার ও ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়ন পরিষদ কার্যালয় রয়েছে। প্রতিদিন শত শত সাধারণ মানুষ, ছাত্র/ছাত্রী ও ব্যাপক যানবাহনের চলাচল এই সড়কে। বর্তমানে এই কাঁচা সড়কের বেহাল দশার কারণে সাধারণ মানুষের কাছে একটি আতংকিত জনপথ হিসাবে পরিচিত। সড়কের এতই দুরবস্থা যানবাহনতো দূরের কথা পায়ে হেঁটে চলাচল দুস্কর হয়ে দাড়িয়েছে।
এছাড়াও উক্ত সড়কটি রূপসা, রামদাসেরবাগ ও পৌর এলাকার শেষ প্রান্ত এলাকা হওয়ায় বরাবরই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। প্রায় ৩ কিঃমিঃ সড়কের মাঝ প্রান্তে রয়েছে একটি উচু ব্রিজ। সড়কটি নিচু হওয়ার কারণে উক্ত ব্রীজে যানবাহন উঠানামার সময় প্রায়ই ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। উপজেলার দক্ষিণ অঞ্চলের সাথে উত্তর ও পূর্বাঞ্চলের অল্প সময়ে যোগাযোগের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই উপজেলার বৃহৎ অঞ্চলের সাধারণ মানুষ ও স্কুল মাদ্রাসাগামী ছাত্র/ছাত্রীদের দুর্ভোগ লাগবের লক্ষ্যে দ্রুত সড়কটি উন্নয়নের জন্য কর্তৃপক্ষে দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।