ফরিদগঞ্জের লোকমান হোসেন তপাদারের ছেলে হানিফ তপাদার (৩০) খুনের মূল আসামী হারিছ তপাদারকে (২৬) আটক করেছে চাঁদপুর পিবিআই। শনিবার ২৩ নভেম্বর এই আসামীকে গ্রেফতার করা হয়। এ তথ্য পিবিআই সূত্রে জানা যায়।
ঘটনার বিবরণে জানা যায়, ফরিদগঞ্জ থানায় ২০১৯ সালের জুলাইয়ের ৫ তারিখ মৃত হানিফের বোন শিরতাজ বেগম ৯ জনকে আসামী করে ৩০২-এর ৩৪ ধারায় ১টি খুনের মামলা করেন। মামলা নং-০৮। সে ঘটনায় ফরিদগঞ্জ থানা কর্তৃক মামলার আসামী আরিফ ও মামুনকে আটক করা হয়। কিন্তু এরপর মামলাটি আর আশার আলো না দেখায় পিবিআইকে তদন্তভার দেয়া হয়। আর এরপরই এই মামলার মূল হোতা হারিছ তপাদার আটক হয়।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চাঁদপুরের এসআই মোঃ ফরিদ উদ্দিন জানান, আমরা দীর্ঘ প্রচেষ্টার পর মামলার এজাহারভুক্ত আসামী হারিছকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা হতে স্থানীয় থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করি। সে ফরিদগঞ্জ তপাদার বাড়ির মুলপাড়ার আইয়ুব আলী তপাদারের ছেলে এবং খুন হওয়া হানিফের সম্পর্কে মামাতো ভাই। তিনি আরো জানান, ২ নভেম্বর শুক্রবার মামলার মূল হোতা হারিছকে আটক করে কোর্টে প্রেরণ করি। পরে কোর্টে হারিছ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ মামলার অন্য আসামীরা হচ্ছে রাজন, সাইফুল, আবুল বাশার, কবির, রিদওয়ান ও জাহাঙ্গীর। মামলাটি তদন্তাধীন রয়েছে।
এ ব্যাপারে পিবিআই চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শঙ্কর কুমার দাস জানান, বিভিন্ন জায়গায় অভিযান করে হারিছকে আটক করতে সক্ষম হয়েছি আমরা। খুনটি মূলত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে করা হয়েছিলো। আটক হারিছকে কোর্টের নির্দেশনা মোতাবেক জেল হাজতে পাঠানো হয়েছে।