রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর ঃ চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় ৪নং পশ্চিম সুবিধপুরে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জাল ভোট দেয়। এ সময় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রাথী নৌকা মার্কার জসিম উদ্দিন আনসারী মিন্টু বাধা প্রধান করে। এক পর্যায় হঠাৎ করে কেন্দ্রের ভিতরে এজেন্টদের সামনে মিন্টুকে দেশিঅস্ত্রদিয়ে মারধর শুরু করে। মিন্টুর চিৎকারে আসে পাশে থাকা নৌকা মার্কার সমর্থকরা ছুটে আসলে তাদেরকে ও মারধর করে এতে করে নৌকা মারকার ১৫জন কর্মী গুরুত্বর আহত করেছে বিএনপি’র নেতা কর্মীরা।
২৩ এপ্রিল শনিবার দুপুরে কেন্দ্রে এ ঘটনা ঘটে ৭নং বদরপুর ভোট কেন্দ্রে। এজেন্টরা যানান জসিম উদ্দিন আনসারী মিন্টু মাথা,হাত,পা, এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে গুরুত্বর আহত করে। এ সময় তার কর্মী সমর্থকরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায়।এ সময় জসিম উদ্দিন আনসারী (মিন্টু) এর পক্ষের ইকবাল, ফিরোজ,গিয়াস উদ্দিন,রিয়াজুল,সাইফুল,ছালাম,কাউসার সহ প্রায় ১৪ জন কর্মী সমর্থকরা আহত হন।ঘটনার পর পরই আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আনসারী (মিন্টু) কে গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। চিকিৎসক যানিয়েছে জসিম উদ্দিন আনসারীকে ঢাকা হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে বলে তারা জানিয়েছেন।