ফরিদগঞ্জ প্রতিনিধি==
উপজেলার লাউতলী গ্রামের মিজানুর রহমান ও ইয়াছিনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিরোধ চলে আসছে। ৩১৭ নং লাউতলী মৌজার সি এস খতিয়ান ৬১ এস এ ৫৬ বি এস ৬৬১ খতিয়নের সাবেক ২৪৪ হাল ৬১৬/১৮৪৪ নং দাগের ৯[নয়] শতাংশ সম্মত্তি পৈত্রিক সূত্রে মিজানুর রহমান পিতা-মৃত মৌলভী আবদুস সাত্তার মালিক ও ভোগদখল করে আসছে। একই বাড়ির ইয়াছিন পিতা-মৃত সৈয়দ আহাম্মদ মূল মালিক হতে এই সম্মত্তি খরিদ না করেও জালিয়াতির মাধ্যমে বারবার উল্লেখিত সম্পত্তিটুকু জবর দখল করার অপচেষ্টায় লিপ্ত।
অভিযোগকারী মিজান জানায়, সম্পত্তি অবৈধভাবে দখল কারার জন্য আমার নামে একাধিক মামলা দিয়ে হয়রানী করে। অভিযুক্ত ইয়াছিন আমার উক্ত সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতে পারে জানার পর গত ২৫/৪/১৩ তারিখে ফৌজদারী আদালত চাঁদপুরে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করি এবং সে অনুযায়ী মহামান্য আদালত ফৌঃকাঃআঃ ১৪৫ধারায় নিষেধাজ্ঞা জারী করে। কিন্তু ইয়াছিন আদালত অমান্য করে গতকাল সেখানে দোকানঘর সংস্কার করে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। স্থানীয়রা বলছেন, যে কোন সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে যেতে পারে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।