ফরিদগঞ্জ প্রতিনিধি =
খাবার পানি মনে করে ধান ক্ষেতে দেয়ার জন্য রাখা কীটনাশক বাসুডিন মিশ্রিত পানি খেয়ে নির্মমভাবে প্রাণ হারালো মিনু আক্তার (১৮) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী। সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার আদশা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রামের দিন মজুর মিজান পাটওয়ারী তার জমির ধান ক্ষেতে পোকা দমনে কীটনাশক বাসুডিন একটি বালতিতে পানির সাথে মিশিয়ে রাখে। সন্ধ্যায় তার বড় মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী মিনু আক্তার পানির পিপাসা নিবারণে বালতি থেকে বাসুডিন মিশ্রিত পানি খেয়ে ফেলে। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেও ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মিনু চার ভাই-বোনের মধ্যে সকলের বড়। প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করলেও সে এলাকার সকলের প্রিয়ভাজন ছিল।