বুধবার সকালে ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রাম থেকে হেলেনা আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
ওই গৃহবধূর পিতা বশির উল্যা জানান, ৮ বছর পূর্বে ওই গ্রামের আমির হোসেনের সাথে হেলেনার বিয়ে দেন। বিয়ের পর জামাতাকে নিজের খরচে মধ্যপ্রাচ্যের দেশ ওমান পাঠালেও কয়েক বছর পর সে ফিরে আসে। পরে সে এলাকায় রাজমিস্ত্রির কাজ করলেও সম্প্রতি সে আবারো বিদেশ যাওয়ার জন্য তার মেয়েকে চাপ প্রয়োগ করে। ফলে মঙ্গলবার গভীর রাতে তিনি জানতে পারেন তার মেয়ে মারা গেছে। ওই বাড়ির লোকজন জানায়, হেলেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে থানা পুলিশের এসআই সুমন দাস সংবাদ পেয়ে বুধবার সকালে লাশ উদ্ধার করার পর পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছেন। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।