স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে চাঞ্চল্যকর কাঞ্চন হত্যা মামলার অন্যতম আসামী নজির আহাম্মদ (৬৫)কে পুলিশ আটক করেছে। রোববার রাতে ঢাকার খিলক্ষেত এলাকার আমতলী গুদারাঘাট এলাকা থেকে পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করে।
কাঞ্চনের পিতা আলী আহাম্মদ কবিরাজ জানান, খুনের ঘটনার পর থেকে নজির আহাম্মদসহ খুনিরা পালিয়ে যায়। গোপন সূত্রে তারা সংবাদ পান, নজির আহাম্মদ ঢাকায় আছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির তাকে খিলক্ষেত এলাকার আমতলী গুদারাঘাট এলাকা থেকে আটক করে গতকাল সোমবার বিকেলে ফরিদগঞ্জ নিয়ে আসেন।
উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের বেড়ি বাজারে গত ৪ সেপ্টেম্বর ছুরিকাঘাতে কাঞ্চন নিহত হয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলার তৃতীয় অভিযুক্ত আসামী আটককৃত নজির।