ফরিদগঞ্জ প্রতিনিধি =
ফরিদগঞ্জে অবরোধ চলাকালে গাড়ি পোড়ানো ও সরাকারি গাছ কেটে সড়ক অবরোধের অভিযোগে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার এ মামলা দু’টি রুজু করা হয়েছে বলে জানিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে অবরোধ চলাকালীন ফরিদগঞ্জ-রায়পুর-চাঁদপুর সড়কে বেশ ক’টি গাড়ি ভাংচুর ও পোড়ানোর অভিযোগে স্থানীয় বিএনপি ও জামায়াতের ৭৬জন নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের উপ-পরিদর্শক রহমত বাদী হয়ে এবং সরকারি গাছ কেটে সড়ক অবরোধের কারণে উপজেলা বন কর্মকর্তা শফিকুল আমিন আপেল বাদী হয়ে অজ্ঞাত ১শ’ থেকে ১৫০জনকে আসামী করে মামলা করেন।
উল্লেখ্য, ১৮ দলের ডাকা অবরোধের প্রথম দিনে ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বড়ালী এলাকায় একটি সিএনজি অটোরিকশা ও একটি তেলবাহী লরীতে আগুন দেয় অবরোধ সমর্থকরা। অপরদিকে একই সড়কের বর্ডারবাজার এলাকায় প্রায় ৩০-৪০টি রাসত্দার পাশের সরকারি গাছ কেটে অবরোধ সৃষ্টি করে তারা।