প্রতিনিধি
ফরিদগঞ্জে গৃহবধূ হেলেনা হত্যার ঘটনার পর পালিয়ে থাকা তার স্বামী আমির হোসেনকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে সোমবার থানা পুলিশ তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
নিহত হেলেনার পিতা বশির উল্যা জানান, গত ৮ বছর পূর্বে তার মেয়ে হেলেনাকে চির্কা চাঁদপুর গ্রামের আমির হোসেনের সাথে বিয়ে দেন। বিয়ের পর তিনি জামাতাকে নিজের খরচে বিদেশ পাঠালেও সেখান থেকে ফিরে আসার পর সম্প্রতি আবারো বিদেশ যাবার জন্য টাকা এনে দিতে তার মেয়েকে চাপ প্রয়োগ ও মানসিক নির্যাতন করে। এরই এক পর্যায়ে গত ৫ এপ্রিল হেলেনার নিথর দেহ ঘরের মধ্যে ফেলে রেখে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে রোববার সে এলাকায় আসলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সোমবার তাকে আদালতে প্রেরণ করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে।