প্রতিনিধি
গ্রামীন ব্যাংকে গ্রাহকের আমানতকৃত টাকা চেক জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে আত্মসাত করার অভিযোগে গ্রামীন ব্যাংকের তিনটি শাখার ৫ কর্মকর্তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামালা দায়ের করেছে দুর্নীতিদমন কমিশন(দুদক)।
দুর্নীতিদমন কমিশনের কুমিল্লা জোনের সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা বাদী হয়ে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি শাখার ৩ কর্মকর্তা, পাইকপাড়া শাখার ১ কর্মকর্তা ও হাজীগঞ্জ উপজেলার বড়কুল শাখার ১ কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলা নং ২৫।
মামলার এজাহারে জানাযায়, গ্রামীন ব্যাংক গুপ্টি শাখার সিনিয়র অফিসার মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক নাজমা মজুমদার, কেন্দ্র ব্যবস্থাপক হাবি আব্দুল্লাহ, পাইকপাড়া শাখার সিনিয়র অফিসার সঞ্জয় কুমার, হাজীগঞ্জ উপজেলার বড়কুল শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাস সিংহ গ্রাহকদের আমানতের স্বাক্ষর জাল করে চেক জালিয়াতির মাধ্যমে গ্রামীন ব্যাংক থেকে ৪১ লক্ষ ৩২ হাজার ৯‘শ পঞ্চাশ টাকা উত্তোলন করে নিয়ে যায়। গ্রামীন ব্যাংকের এই সকল শাখার আমানতকারীদের টাকা ফেরত দেওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হলে ফরিদগঞ্জ শাখা ব্যবস্থাপক এই ৫ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতিদমন কমিশনে অভিযোগ দিলে দুদক তদন্ত করে এই মামলা দায়ের করে বলে জানাযায়।
ফরিদগঞ্জে গ্রামীন ব্যাংক গুপ্টি শাখা ম্যানেজার মোঃ মোতালেব হোসেন জানান, গ্রামীন ব্যাংকের এই ৫ কর্মকর্তাদের সাথে আমানতকারীদের টাকা নিয়ে জটিলতা সৃষ্টি হলে কয়েকবার চেষ্টার পরও তা সমাধান করা যায়নি। যার ফলে গ্রামীন ব্যাংক গুপ্টি শাখা টাকা ফেরত পাওয়ার জন্য দুদুকের কুমিল্লা জোনে অভিযোগ করলে দুদক ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। তিনি আরো জানান এই ৫ কর্মকর্তা এখনো অন্যান শাখায় কর্মরত আছে। মামলাটির দ্রুত তদন্ত কাজ চলছে বলে জানায় দুদক।