ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ থানা পুলিশ ছিনতাইয়ের অভিযোগে আরিফ হোসেন (২৭) ও ফারুক হোসেন রুনু (২৫) নামে দু যুবককে আটক করেছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় গতকাল রোববার দুপুরে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের পর (নং ১৪, তাং-১৪/৯/২০১৪) তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাদক রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত হেলাল হোসেন নামে এক যুবককে ১ বছরের সাজা দিয়েছে ।
পুলিশ সূত্র জানায়, শনিবার গভীর রাতে উপজেলা সদরের ফরিদগঞ্জ-কালিরবাজার সড়কের বালিকা বিদ্যালয়ের সামনে গাড়ি থামিয়ে ছিনতাইকালে পুলিশের টহল বাহিনীর হাতে তারা ধরা পড়ে ওই দুই যুবক। আটককৃত শামছুদ্দিনের পুত্র আরিফ হোসেন এবং পেয়ার আহাম্মদের পুত্র ফারুক হোসেন রুনুর বাড়ি ঘটনাস্থল কাছিয়াড়া গ্রামেই। এ ব্যাপারে ফয়সাল হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতরা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে ছিনতাইয়ের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়।
এদিকে রোববার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম মাদকদ্রব্য রাখার অভিযোগে হেলাল হোসেন নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। এর আগে থানা পুলিশ শনিবার বিকেলে উপজেলার বৈচাতলি এলাকা থেকে হেলালকে ইয়াবাসহ আটক করে।