মিজান লিটন
ফরিদগঞ্জ পৌর এলাকার পুর্ব মিরপুর গ্রামে ওমর ফারুক খোকন নামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে মুখোশধারী ডাকাতদল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে নগদ আড়াই লক্ষ টাকা ৪ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় রুবেল (২৫) ও জাকের (২৭) নামে দুই যুবক মারাত্মক আহত হয় । গুরুতর আহত ওই দুই জনকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সদর ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
প্রবাসী ওমর ফারুকের স্ত্রী শাহিনা বেগম জানায়, শনিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ঘরের আলমিরা থেকে নগদ আড়াই লক্ষ টাকা, ৪ভরি স্বর্ণসহ মূল্যবান অনেক জিনিস পত্র নিয়ে যায়। ডাকাতদল ঘরে প্রবেশের পর তারা মোবাইলে ম্যাসেজ দিয়ে পাশ্ববর্তী ভাতিজা রুবেল ও ভাগিনা জাকিরকে জানালে তারা ডাকাতদলকে ধরতে ঘরের সামনে দাড়ালে ডাকাতদল তাদের কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাদের গুরুতর অবস্থায় ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এর দু’দিন আগেও ডাকাতদল ওই ঘরে ডাকাতি করার চেষ্টা করে বলে শাহিনা বেগম জানায়।#
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।