প্রতিনিধি =
নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথমদিনে গতকাল মঙ্গলবার চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কটি ছিল অবরুদ্ধ। সোমবার সন্ধ্যায় সড়কের চতুরা হাসপাতাল এলাকায় একটি সিএনজি আগুনে পুড়িয়ে দেয়ার পর ভোর রাতে সদর হাসপাতালের সামনে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখায় ট্যাংকারের সামনের অংশ ও চাকা পুড়ে যায়। চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সীমান্ত এলাকায় সড়কের ফরিদগঞ্জ অংশের ১৮টি রেইন্ট্রি ও মেহগনি গাছ কেটে রাস্তায় ফেলে রাখে অবরোধকারীরা। যার ফলে সড়কের ওই অংশে ছোট-বড় কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গাছগুলো সরাতে গতকাল দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দীর্ঘ সময় কাজ করে পুলিশ গাছ সরিয়ে ফেলে। এ অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান সড়কটি দিয়ে রিক্সা ছাড়া ইঞ্জিন চালিত কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ফলে জনভোগান্তির অন্ত ছিলনা। পুলিশের টহল অব্যাহত ছিল। পৌর বাজারে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলে ও ক্রেতা না পেয়ে হতাশ ব্যবসায়ীরা। চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পৌর সদর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল, পিকেটিং, পথসভা করে বিএনপি ও জামাত শিবির।