প্রতিনিধি
ফরিদগঞ্জে জম্ম নিবন্ধনে জন্ম তারিখ পরিবর্তন করে নিজের কন্যাকে বাল্যবিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে বাবাকে ৭ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ সাজা দেন।
উপজেলার চরমান্দারি গ্রামের ওসমান গনি তার মেয়ে গৃদকালিন্দিয়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী, জান্নাতুল ফেরদাউসকে গোড়াশালা গ্রামের রফিক মেম্বারের ছেলে সাহাদাত হোসেনের সাথে বিয়ে দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও একজন সরকারি কর্মকর্তা পাঠিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন। এঘটনায় মেয়ের বাবা ওসমান গনি ইউএনও জয়নাল আবেদীনের কাছে এসে তার অপরাধ স্বীকার করে। পরে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।