প্রতিনিধি
ফরিদগঞ্জে পরকীয়ায় আসক্ত হয়ে কামাল হোসেন (৩২) নামে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কবি রূপসা গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এদিকে এ আত্মহননের ঘটনাটিকে সাজানো দাবি করেছেন তার স্ত্রী কবিতা বেগম।
নিহত কামাল হোসেনের স্ত্রী কবিতা বেগম জানান, আমাদের বিয়ের কিছু দিন পর থেকে পার্শ্ববর্তী বাড়ির রাজ মিস্ত্রি আলীর স্ত্রী নেহার বেগমের সাথে আমার স্বামীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে শাসন ও বারণ করা সত্ত্বেও গোপনে সম্পর্ক চালিয়ে যায়। স্থানীয়ভাবে এ নিয়ে কয়েকবার সালিস হয়। গত শনিবার স্বামীর অনুমতিক্রমে আমি বাবার বাড়ি যাই। গতকাল মঙ্গলবার সকালে মোবাইল ফোনে আমি খবর পেয়ে ছুটে আসি। এসে দেখি আলীর বাড়িতে আমার স্বামীর মৃত দেহ পড়ে আছে। তারা আমার স্বামীকে মেরে গাছে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
কবিতা বেগম আরো বলেন, সকালে আলী ও তার স্ত্রী আমাকে বলে তোর স্বামী আমাদের এখানে এসে গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে। এরই মধ্যে আলী ও তার স্ত্রী সন্তানদের নিয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। তারাই পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে।
স্থানীয় ইউপি সদস্য আঃ খালেক জানান, কামাল হোসেন দীর্ঘ দিন ধরেই পার্শ্ববর্তী বাড়ির রাজ মিস্ত্রির স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। সোমবার গভীর রাতে সে ওই বাড়ির পাশেই মহিলার ওড়না গলায় পেঁচিয়ে গাছের সাথে আত্মহত্যা করে। এ বিষয়ে থানার তদন্তকারী কর্মকর্তা আবু নাছের জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। মৃত কামালের পিতা সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।