স্টাফ রিপোর্টার
রায়পুর-লক্ষ্মীপুর উপজেলার ৩নং চরমোহন ইউনিয়নের দৃষ্টি প্রতিবন্ধি ওসমান (৬০) পেশায় ভিক্ষুক। প্রতিনিয়তই রায়পুর-ফরিদগঞ্জ অঞ্চলে ভিক্ষা করে থাকেন। গত সোমবার সারাদিনের ভিক্ষা করে যোগানো টাকা প্রতারকের নজরে পড়ে। সুযোগ বুঝে প্রতারক ভিক্ষুক ওসমানকে নিভৃতে ডেকে মাসিক ১৫০০টাকায় একটি এতিম ছেলেকে সাহায্যকারী হিসেবে নেয়ার প্রস্তাব করলে ওসমান রাজী হয়। প্রতারক ওসমানকে বলে, চলুন রিক্সাযোগে আপনাকে ছেলেটির কাছে নিয়ে যাই। এ বলে রিক্সা করে ফরিদগঞ্জ সদরের তুলাতলী মসজিদের নিকট রিক্সা থেকে নেমে ওসমানকে ভাত খাওয়ানোর নাম করে হোটেলে নিয়ে যায়। এক পর্যায়ে প্রতারক ওসমান বলে হোটেল মালিক ভাংতি টাকা চেয়েছে। এক কাজ করুণ, আপনার নিকট যে টাকা রয়েছে সবগুলো দিন, আমি আপনাকে নোট করে এনে দিচ্ছি। অন্ধ ওসমান বিশ্বাস করে প্রতারকের হাতে তার সারাদিনের উপার্জন আনুমানিক তিনশ’ টাকার বেশি তুলে দিলে প্রতারক মুহূর্তে সটকে পড়ে। অনেক্ষণ অপেক্ষার পর প্রতারকের খপ্পরে পড়েছে বুঝতে পেরে ওসমান প্রথমে ডাকাডাকি এবং পরে বিলাপ করে কাদতে দেখা গেছে। ওসমানের বিলাপে পথচারিদের ভিড় করে সমবেদনা জানাতে দেখা যায়।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।