চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার কাউনিয়া গ্রামের বসতঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ফরিদ ভূঁইয়া নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিক হত্যার মোটিভ নিশ্চিত হওয়া না গেলেও অজ্ঞাতনামা হত্যাকারীরা ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর পাকা বসতঘরের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়। তবে ঘটনার সময় তার সঙ্গে পরিবারের কেউ ছিল না।
শুক্রবার রাত ১০টার পর বাড়ির লোকজন ফরিদ ভূঁইয়ার কোনো খোঁজ না পেয়ে বসতঘরের খোলা জানালা দিয়ে দেখেন বিছানার ওপর গলা কাটা লাশ পড়ে আছে। বাড়িতে একাই বসবাস করতেন নিহত ফরিদ ভূঁইয়া।
পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
এদিকে, নিহতের স্বজনার ফরিদ ভূঁইয়ার এমন মৃত্যু নিয়ে কাউকে অভিযুক্ত করেননি। বড় বোন জেসমিন আক্তার জানান, আমার ভাইয়ের সঙ্গে কারো বিরোধ ছিল না। যারাই তার ভাইকে হত্যা করেছে তাদেরকে খুঁজে বের করার দাবি জানান তিনি।
এদিকে, এলাকাবাসী জানান, নিরিবিলি স্বভাবের ছিলেন ফরিদ ভূঁইয়া। তার সঙ্গে কারো বিরোধও চোখে পড়েনি তাদের।
অন্যদিকে, কে বা কারা এমন নির্মম হত্যার সঙ্গে জড়িত তা এই মুহূর্তে নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। তবে হত্যাকারীদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম শুরু করেছে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সুদীপ্ত রায় জানান, গলা কাটা লাশটি শোবার ঘরের বিছানার ওপর পড়ে ছিল। মৃত্যুর ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সিআইডি, পিবিআই এবং গোয়েন্দা পুলিশও ঘটনাটি তদন্ত শুরু করেছে।
দুই ভাই, দুই বোনের মধ্যে ফরিদ ভূঁইয়া ছিলেন সবার ছোট। তার বাবা ও মা অনেক আগেই মারা যান। দুই বোনের বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতেই থাকেন তারা। আর ফরিদ ভূঁইয়ার বড় ভাই দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন।
রাত ২টায় নিহত ফরিদ ভূঁইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি।