ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ধরে বসত ঘরে ঢুকে হামলা ও মারধরের অভিযোগ। মারধরের ঘটনায় আবুল কালাম (৫৭) সাফায়েত হোসেন ও রুবিনা আক্তার গুরুত্বর আহত হন। আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনাটি ঘটেছে গত (২৪ মার্চ) বুধবার উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ২ ওয়ার্ডের ষোলদানা বেগর বাড়িতে। এ বিষয়ে আবুল কালাম গৃহবধূকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানির অভিযোগে এনে আঃ গনি বাবু (৪০) আল মামুন ( ৩৫ ) ওসমান গণি (৪২) আঃ কাদের (৭০) খলিলুর রহমান (৪৫)কে আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, অভিযোগের বাদী আবুল কালাম সাথে প্রতিবেশী আঃ কাদের ছেলে সহ অন্য আসামিদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত বুধবার দুপুরে আঃ গনি বাবুসহ কয়েকজন দেশিয় অস্ত্র ও লোহার রড নিয়ে বসত ঘরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে এবং তাদের ঘর থেকে টাকা ও সর্নঅলঙ্কার নিয়ে যায়। এসময় লোহার রড দিয়ে পিটিয়ে আঃকালামে ছেলে সাফায়েত ও মেয়েকে মারাত্মক জখম করেন। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
ফরিদগঞ্জ থানার ওসি শহিদ হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় ৯৯৯কে কল করলে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্তাদিন রয়েছে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/