শওকত আলী॥ চাঁদপুর জেলার ফরিদগঞ্জের রুপসায় ঢাকার ঠিকাদার মমিন হোসেন বাবু (২৩) হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্বজন ও এলাকাবাসী। শনিবার (২ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূইয়া, রুপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুর হোসেন, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কায়সারুল আলম কামরুল, সেক্রেটারী নজরুল ইসলাম সুমন, নিহতের বাবা মিজানুর রহমান খোকন, পৌর ছাত্রলীগ সেক্রেটারী মনির হোসেন প্রমুখ।
গত বুধবার ৩০ মার্চ দিবাগত রাতে ফরিদগঞ্জ ও রূপসার মধ্যবর্ধী চরবাগল নামক স্থানে দূর্বত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বাবুকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় বাবুর পিতা মিজানুর রহমান খোকন অজ্ঞাতনামা আসামী করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।