রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক সটসার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডে একটি ঔষধের ফার্মেসী পুড়ে ছাঁই হয়ে গেছে। ২৬ নভেম্বর শুক্রবার দিনগত রাত আনুমানিক ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে হাসান ফার্মেসীতে এই ঘটনাটি ঘটে। এতে ওই ফার্মেসীর প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ও নগদ ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয়া জানিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে হাসান ফার্মেসীল মালিক মো. সফিকুর রহমান প্রতিদিনের ন্যায় শুক্রবার দিনগত রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী ব্যবসায়ীরা আগুনের বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার দিতে থাকে। পরে আশপাশের মানুষ ছুটে এসে আগুণ নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে দোকানের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। প্রতিষ্ঠানটির মালিক সফিকুর রহমান জানায়, তিনি সমিতি থেকে লোনে টাকা নিয়ে দোকানে মালামাল উঠিয়েছে। এই ঘটনায় তাকে এখন পথে বসতে হবে।